‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ তাঁর রেজিস্টার্ড সমাজকল্যাণ সংস্থাসমূহ তথা তাওহীদ ট্রাস্ট, সালাফিয়াহ ট্রাস্ট, পথের আলো ফাউণ্ডেশন এবং ইসলামিক কমপ্লেক্স ইত্যাদির মাধ্যমে সারা দেশে সহস্রাধিক জামে মসজিদ, অর্ধডজনের অধিক ইসলামিক কমপ্লেক্স, মাদরাসা, ইয়াতীমখানা ও স্বাস্থ্যকেন্দ্র সমূহ স্থাপন করেছে। এছাড়া ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ, উপদ্রুত এলাকাসমূহে নলকূপ স্থাপন, দুস্থদের এককালীন অর্থ সাহায্য প্রদান ও অন্যান্য সমাজকল্যাণমূলক কার্যসমূহ নিয়মিত আঞ্জাম দিয়ে আসছে।
পথের আলো ফাউণ্ডেশন ইয়াতীম প্রকল্প :
২০০৯ সালে এ প্রকল্পের কাজ শুরু হয়। বর্তমানে প্রায় ৩৫০ জন ইয়াতীম এ প্রকল্পের ব্যবস্থাপনায় লালিত-পালিত হচ্ছে।
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ
ইয়াতীম প্রকল্প
সম্মানিত সুধী!
‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর পৃষ্ঠপোষকতায় কেন্দ্রীয় মারকায আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, রাজশাহী সহ দেশের ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে তিনশত ইয়াতীম (বালক/বালিকা) বর্তমানে প্রতিপালিত হচ্ছে। এ কার্যক্রম আরো সম্প্রসারণের জন্য দাতা সংগ্রহ করা হচ্ছে। তাই নিম্নের স্তর সমূহ থেকে যেকোন একটি স্তরে অংশগ্রহণ করুন এবং দুস্থ-অসহায় শিশুদের সেবায় এগিয়ে আসুন। আল্লাহ আমাদের তাওফীক দিন। আমীন!
স্তরের নাম |
মাসিক কিস্তি |
বার্ষিক |
১ম স্তর |
৩০০০/= |
৩৬,০০০/= |
২য় ,, |
২৫০০/= |
৩০,০০০/= |
৩য় ,, |
২০০০/= |
২৪,০০০/= |
৪র্থ ,, |
১০০০/= |
১২,০০০/= |
৫ম ,, |
৫০০/= |
৬,০০০/= |
৬ষ্ঠ ,, |
৪০০/= |
৪,৮০০/= |
৭ম ,, |
৩০০/= |
৩,৬০০/= |
৮ম ,, |
২০০/= |
২,৪০০/= |
৯ম ,, |
১০০/= |
১,২০০/= |
১০ম ,, |
৫০/= |
৬০০/= |
অর্থ প্রেরণের হিসাব নম্বর:
পথের আলো ফাউণ্ডেশন ইয়াতীম প্রকল্প, হিসাব নম্বর ০১৫১২২০০০২৭৬১ , আল-আরাফাহ ইসলামী ব্যাংক, কর্পোরেট শাখা, মতিঝিল, ঢাকা। বিকাশ, নগদ ও রকেট : ০১৭৯৯-৬০৯৮২৯, ০১৭৪০-৮৭৭৪২৯-৭, ০১৭২২-৬২০৩৪০-৮)।(নাম ঠিকানা ও স্তর নং অথবা এককালীন দান হলে তা জানিয়ে দিতে হবে
সার্বিক যোগাযোগ :
ইয়াতীম বিভাগ, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী। মোবাইল : ০১৭৯৯-৬০৯৮২৯।